শান মাসুদকে আউট করে পাকিস্তানের শতরানের জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। মধ্যাহ্নবিরতি থেকে এসেই টাইগার স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান পাকিস্তান অধিনায়ক।
Advertisement
৬৯ বলে ৫৭ রান করেছেন মাসুদ। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩২ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১২১ রান। সাইম আইয়ুব ৫৮ আর বাবর আজম ৩ রানে অপরাজিত আছেন।
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ২৫ ওভার ব্যাট করে ১ উইকেটে ৯৯ রান করে পাকিস্তান। যার পুরোটাই ছিল দ্বিতীয় উইকেটের জু্টির অবদান।
Advertisement
এর আগে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর দলে ফিরেই উইকেট তুলে নেন তিনি। ডানহাতি পেসারের ইন সুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প। তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারলেন না শফিক।
এমএইচ/এমএস