টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল বাজারে দর্জি নিখিল চন্দ্র জোয়ারদার খুনের ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার দুপুরে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস এ আদেশ দেন। এর আগে খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে গ্রেফতার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতের বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফীজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত শনিবার বেলা সাড়ে দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র ডুবাইল বাজারস্থ নিজ বাড়ির সামনে তার টেইলার্সে কাজ করছিলেন। এসময় মোটরসাইকেলে তিনজন যুবক এসে নিখিলকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।নিখিল ওই গ্রামের নলিন জোয়ার্দ্দারের ছেলে। মহানবীকে (সা.) কটূক্তি করার অভিযোগে ২০১২ সালে দায়ের একটি মামলার আসামি ছিলেন তিনি। ওই মামলায় নিখিল তিন মাস কারাগারে ছিলেন।আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস
Advertisement