দেশজুড়ে

কুমার নদে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

মাদারীপুরে কুমার নদ থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রাজৈর উপজেলার কালিবাড়ি বাজারের পাশে কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার কালিবাড়ি বাজারের পাশে কুমার নদে সন্ধ্যার দিকে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে রাজৈরের কবিরাজপুর নৌফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায়। তারা রাজৈর থানা পুলিশকে খবর দেয়। পরে যৌথভাবে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস