জাতীয়

১৪ তলার রডে ঝুলে আত্মহত্যার চেষ্টা , অবশেষে উদ্ধার যুবক

রাজধানীর কারওয়ান বাজারে ১৪ তলা একটি ভবনে ওঠে আত্মহত্যার চেষ্টা চালান ২৫ বছর বয়সী এক যুবক। কিন্তু নিশ্চিত মৃত্যু ভয়ে আর লাফ দিতে পারেনি তিনি। পরে প্রাণ রক্ষায় রড ধরে ঝুলে ছিলেন সেই যুবক। তার এমন দৃশ্য দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে পরে তারা গিয়ে যুবকটিকে উদ্ধার করে।

Advertisement

তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবারা (৩০ আগস্ট) সন্ধ্যায় কারওয়ান বাজারের নর্দার্ন টাওয়ারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে খবর আসে একজন যুবক কারওয়ান বাজারে ১৪ তলা ভবনে ঝুলে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে ছুটে যান। এরপর প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে ৭টা ৪০ মিনিটে যুবককে উদ্ধার করতে সক্ষম হয়।

Advertisement

ওই যুবক ভবনটির ১৪ তলার রড ধরে ঝুলে ছিলেন। ভাগ্যিস পড়ে যাননি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক ভবনটিতে আত্মহত্যার করতে ওঠেছিল। কিন্তু পরে ভয়ে আর লাফ দিতে পারেনি। এত ভয় পেয়েছিল যে, ভবনটির ১৪ তলার রড ধরে ঝুলে ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা না গেলে অন্য কিছু ঘটে যেতো।

যুবকটি কী কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং তার ঠিকানা জানা যায়নি।

টিটি/এমএসএম

Advertisement