জাতীয়

বায়তুল মোকাররমে ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দেওয়া হয়নি

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Advertisement

এ সংক্রান্ত খবর ভিত্তিহীন, বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের গোচরীভূত হয়েছে। সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ ধরনের কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।

Advertisement

আরও পড়ুন নামাজ আদায়ের সময় দৃষ্টি কোথায় রাখবেন? কোরআন তিলাওয়াতের সময় কি আজানের জবাব দিতে হবে?

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত বিষয়টি হলো- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন কিছুদিন ধরে মসজিদে আসেন না। তার স্থলে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ও মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ বা প্রচারের বিষয়টি খতিয়ে দেখতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মো. আবু সাইদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএমএম/কেএসআর/এএসএম

Advertisement