সোশ্যাল মিডিয়া

সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনাগরিকের করণীয়

দেশটিকে সুন্দর করার দায়িত্ব সবার। তাই সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। কেননা সড়কে শৃঙ্খলা ফেরাতে নাগরিকদেরও কিছু দায়িত্ব-কর্তব্য আছে। ‘ট্রাফিক গুলশান ডিভিশন’ ফেসবুক পেজে এমনই কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

পেজটিতে বলা হয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে একজন সুনাগরিক হিসেবে আমরা যে কাজগুলো এ মুহূর্তে শুরু করতে পারি—

১. প্রধান সড়কগুলোতে সাধারণ রিকশা বা ব্যাটারিচালিত রিকশা নিয়ে চলাফেরা করা থেকে বিরত থাকতে হবে। অবশ্যই এ মুহূর্ত থেকেই এটি শুরু করা দরকার।

২. প্রধান রাস্তার মোড়গুলোতে মোটরসাইকেল বা সিএনজি নিয়ে দাঁড়িয়ে থেকে অযথা জটলা পাকানো বন্ধ করতে হবে।

Advertisement

৩. যত্রতত্র হাত উঠিয়ে বাসে না উঠে নির্দিষ্ট জায়গা থেকে বা জ্যাম তৈরি না হয় এমন জায়গা থেকে বাসে উঠতে হবে।

আরও পড়ুন কাল সারারাত ছিল গুজবের রাত বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর সড়ক

৪. বাস যত্রতত্র থামতে চাইলেও সচেতন নাগরিক হিসেবে বাস ড্রাইভারকে এ ব্যাপারে সচেতন করে নিবৃত্ত করতে হবে।

৫. সিগন্যাল বা ক্রসিংগুলোতে সিগন্যাল ছাড়ার পর রাস্তা পার হতে হবে। খেয়ালখুশি মতো রাস্তা পারাপার হওয়া যাবে না।

৬. ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পথ চলতে হবে।

Advertisement

৭. দায়িত্বশীল আচরণ করতে হবে। ট্রাফিক পুলিশের কাজে সহযোগিতা করতে হবে।

মনে রাখবেন, ট্রাফিক পুলিশ রোদ-ঝড়-বৃষ্টিতে আপনার চলার পথকে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ট্রাফিক পুলিশ আপনার জন্য, আপনার সেবায় নিয়োজিত। আসুন, সুন্দর দেশ গড়ি। ট্রাফিক আইন মেনে চলি।

এসইউ/এএসএম