ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো কার্লোস আলকারাজকে। বাংলাদেশ সময় আজ সকালে নেদারল্যান্ডের তারকা বোটিক ফন ডে জান্ডসচুলপের কাছে হেরে গেছেন স্প্যানিশ এই তারকা।
Advertisement
দ্বিতীয় রাউন্ডের খেলায় আলকারাজ হেরে গেছেন ৬-১, ৭-৫, ৬-৪ ব্যবধানে। বিশ্বের তিন নম্বর তারকা ও ইউএস ওপেনে ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজের এমন বিদায় রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। কারণ, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন র্যাংকিংয়ের ৭৪ তম খেলোয়াড়।
STATEMENT MADE@Boticvdz stuns Alcaraz to advance in the Big Apple @usopen | #USOpen pic.twitter.com/p17tGKtg0s
— ATP Tour (@atptour) August 30, 2024ইউএস ওপেনে বড় আশা নিয়েই এসেছিলেন আলকারাজ। এই আসরে গ্রান্ডস্লাম জিতলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের রেকর্ড করতে পারতেন তিনি।
Advertisement
ম্যাচের পর আলকারাজ বলেন, ‘আমি মনে করি, অনেক ভুল করেছি। যখন আমি ম্যাচে ফিরতে চেয়েছিলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল।’
২১ বছর বয়সী আলকারাজ ম্যাচে ২৭ টি বলে বলেন, ‘বলে আঘাত করতে ভালো লাগছে না।’ আলকারাজ ভেবেছিলেন, তার প্রতিপক্ষও ভুল করবে। কিন্তু সেটি হয়নি।
‘আমি ভেবেছিলাম, সে অনেক ভুল করবে। তিনি সেই ভুল করেননি। যে কারণে আমি কিছুটা বিভ্রান্ত ছিলাম। আমি জানতাম না, কিভাবে এটি (ম্যাচ) পরিচালনা করবো’- যোগ করেন আলকারাজ।
এমএইচ/জিকেএস
Advertisement