ধর্ম

দ্বিগুণ ছাওয়াব অর্জনকারীর পরিচয়

আল্লাহ তাআলা বান্দার কর্মে সন্তুষ্ট হয়ে রহমত, বরকত, মাগফিরাত, নিয়ামাত ও উত্তম প্রতিদান দিয়ে থাকেন। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন শ্রেণির মানুষের জন্য দ্বিগুণ ছাওয়াবের ঘোষণা দিয়েছেন। হাদিসটি তুলে ধরা হলো-হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য দ্বিগুণ ছাওয়াব রয়েছে-১. সেই আহলে কিতাবের অনুসারী, যে তার নবির উপর ঈমান এনেছে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপরও ঈমান এনেছে।২. সেই ক্রীতদাস যে, আল্লাহর হক আদায় করার সঙ্গে সঙ্গে মনিবেরও হক আদায় করেছে।৩. আর সেই ব্যক্তি, যার ক্রীতদাসী ছিল, যার সঙ্গে সে সহবাস করতো। এরপর সে তাকে উত্তমরূপে আদব-কায়দা শিক্ষা দিয়েছে, উত্তমভাবে জ্ঞান শিক্ষা দিয়েছে। অতপর তাকে (ক্রীতদাসী) আজাদ করে বিবাহ করেছে।এমন ব্যক্তির জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। (বুখারি ও মুসলিম)এ হাদিসে তিন ব্যক্তিকে উল্লেখ করে দ্বিগুণ ছাওয়াবের কথা বলার মূল কারণ হলো- এ তিন শ্রেণির প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালনের পরও অতিরিক্ত কাজ করেছে। যেমন->> পূর্ববর্তী নবরি উম্মতগণ আগের ধর্মমত পালন করার পর বিশ্বনবির শরিয়ত আসার পর আবার এ শরীয়তের ওপর ঈমাণ এনেছেন।>> মনিব বা মালিকের কাজ যথাযথ আদায়ের পর আবার আল্লাহ হুকুম-আহকাম পালন অনেক কষ্টসাধ্য ব্যাপার।>> ক্রীতদাসীকে আদব-কায়দা ও দ্বীনি শিক্ষা প্রদানের পর তাকে মুক্ত করা এবং তাকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করা অনেক ত্যাগের ব্যাপার।সুতরাং এ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে, দুনিয়ার দায়িত্ব যথাযথ পালনের পর আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায়ে মহান রাব্বুল আলামিন বান্দাকে দ্বিগুণ ছাওয়াব দান করবে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অধিক ছাওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement