সাহিত্য

জন্মান্ধের ক্ষণপ্রভা

১.গাছের ফাঁক দিয়ে একটা রামধনু পাহাড়ে চড়ছে, খানিক পরেই আকাশ জুড়ে স্নিগ্ধ। ছোট ছোট মেঘ মিলিয়ে গিয়ে আহা নীল তুমি নীলিমার কত কাছাকাছি! আর সব বেদনার স্মৃতি নিয়ে আমি কি হারিয়ে যাবো নিতান্ত মলিন?২.ধর তুমি প্রকৃত একাকী হয়ে যদি যাও পাহাড়ের পথে, যথেষ্ট বিষাদহেতুঅবিদ্যাবিন্যাসে যদি গোপন ক্ষয়ের সঙ্গী হও, তারপরে কোথায় দাঁড়াবে ভেবে ভেবে ভেবে ভেবে ক্লান্ত মাথার টক্কাটরে...এসইউ/আরআইপি

Advertisement