আন্তর্জাতিক

ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো আরও এক পারমাণবিক সাবমেরিন

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন আরও একটি সাবমেরিন যুক্ত হয়েছে ভারতের নৌবাহিনীর বহরে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নতুন যুক্ত হওয়া সবমেরিনটির নাম দেওয়া হয়েছে ‘আইএনএস আরিঘাট’।

Advertisement

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনার নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে সাবমেরিনটি। এটি ‘আইএনএস আরিহন্ত’-এর থেকেও অত্যাধুনিক।

জানা গেছে, ‘আইএনএস আরিঘাট’-এ কে-১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে। যে ক্ষেপণাস্ত্রগুলো ৭৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম।

এই বৈশিষ্টই ‘আইএনএস আরিঘাট’কে আরও শক্তিশালী করে তুলেছে। এই সাবমেরিন ঘণ্টায় ২২-২৮ কিলোমিটার বেগে চলতে পারে।

Advertisement

দেশীয় প্রযুক্তিতে বানানো সাবমেরিনটি ১১৩ মিটার দৈর্ঘ্যের, যা সমুদ্রের ৯৮০ থেকে ১৪০০ ফুট নিচ দিয়ে চলতে পারে। এটি অরিহন্ত গোত্রের অত্যাধুনিক এসএসবিএন (শিপ, সাবমার্সিবল, ব্যালিস্টিকস নিউক্লিয়ার)।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement