বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তিন সদস্য পদত্যাগ করেছেন।
Advertisement
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান বৃহস্পতিবার তাদের সদস্যপদ থেকে পদত্যাপত্র দাখিল করেছেন। আগামী ৩০ আগস্ট থেকে এটি কার্যকর হবে।
আরও পড়ুনসাবেক রেলমন্ত্রীসহ ২ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদকব্যবসা প্রতিষ্ঠানে হামলা-আগুন, শঙ্কায় কর্মীরাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
Advertisement
এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ব্যক্তিরা পদত্যাগ করছেন কিংবা সরিয়ে দেওয়া হচ্ছে।
আরএমএম/কেএসআর/এমএস