সাপের কামড়ে কিরণ হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে দংশন করে সাপ।
Advertisement
কিরণ হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় কাজিপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
কিরণের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরে ঘুমিয়েছিল কিরণ। রাত সাড়ে ৯টার দিকে সাপের কামড়ে তার ঘুম ভেঙে যায়। বাবা-মাকে বিষয়টি জানালে তারা সাপ দেখতে না পেয়ে এড়িয়ে যান। কোনো সমস্যা হবে না-এমন আশা দিয়ে ছেলেকে ঘুমিয়ে পড়তে বলেন তার বাবা-মা। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে কিরণের শারীরিক অবস্থার অবনতি হয়। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতালের চিকিৎসকরা কিরণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ।
Advertisement
আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম