স্বাস্থ্য

ঢামেকসহ ৫ মেডিকেলের অধ্যক্ষ ওএসডি

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ পাঁচ মেডিকেলের অধ্যক্ষকে ওএসডি করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল ১ এর উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Advertisement

ওএসডি হওয়াদের মধ্যে রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুল আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদাত হোসেন, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমীর হোসাইন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নওশাদ আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল perl@mefwd.gov.bd এ প্রেরণ করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।

Advertisement

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়

এএএম/এমআইএইচএস/জিকেএস