খেলাধুলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ

প্রথমবারের মতো জেতা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের কোচ মারুফুল হক ও দলকে চ্যাম্পিয়ন করানোর অন্যতম সেরা দুই খেলোয়াড় রাব্বি হোসেন রাহুল ও মিরাজুল ইসলাম।

Advertisement

ম্যাচের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোচ মারুফুল হক বলেন, ‘আমরা এই চ্যাম্পিয়নশিপ জুলাই-আগস্টে মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের উৎসর্গ করছি। দেশের জন্য তারা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।’

মারুফুল হক বলেন, ‘আমরা ম্যাচটি ধীরগতিতে শুরু করেছিলাম। কারণ, ফাইনালের আগে ছেলেরা বিশ্রাম কম পেয়েছে। নেপাল দুইদিন বিশ্রাম পেয়েছে, আমরা একদিন। নেপাল খুবই ভালো দল। বেশ কয়েকজন কোয়ালিটি ফুটবলার আছে দলে। তারপর তারা এ মাঠে খেলেই বেড়ে উঠেছে। নিজেদের মাঠ, দর্শক ছিল তাদের। আমাদের ছেলেদের সবসময়ই বলেছি, তোমরা স্বাভাবিক খেলবা। আজও তারা আমারে উপদেশ মেনে খেলেছে।’

দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা উল্লেখ করে বাংলাদেশ কোচ বলেন, ‘অনেক মানুষ কষ্ট করছেন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে আছেন লাখো লাখো মানুষ। আমাদের নতুন বাংলাদেশ এসব মোকাবিলা করে দেশ সংস্কারের চেষ্টা করছে। আশা করি, এই চ্যাম্পিয়নশিপ দেশের মানুষকে আরো ঐক্যবদ্ধ করবে, দেশ সংস্কারের উৎসাহ পাবে।’

Advertisement

মিরাজুল ইসলাম বলেছেন, ‘আমরা নিজেদের জন্য খেলিনি। দেশের মানুষের জন্য খেলেছি। আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। কিছু দিন আগে দেশের মানুষ আন্দোলন করে, জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছে। এখন অনেক মানুষ বন্যায় কষ্ট করছে। আমরা এই মানুষদের ট্রফি উৎসর্গ করছি।’

দলের অন্যতম সেরা খেলোয়াড় রাব্বি হোসেন রাহুলও এই ট্রফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করার কথা জানিয়েছেন।

আরআই/এমএমআর/জিকেএস

Advertisement