সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পান করার বিকল্প নেই। তবে দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে এখন বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এক্ষেত্রে বন্যার পানি বিশুদ্ধ করতে প্রয়োজনীয় পরিমাণ (১/২/৫ লিটার) পানি একটি পাত্রে নিন। দুটি ধাপে পানিকে নিরাপদ করুন-
Advertisement
এক লিটার পানির জন্য এক চিমটি (০.৫ গ্রাম) ফিটকিরি পানিতে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পানিতে থাকা ময়লাগুলো তলানিতে জমা হলে অন্য একটি পাত্রে পানি ঢেলে নিন।
পাতলা কাপড়৪-৮ ভাঁজ পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। এই পদ্ধতিগুলো পানির স্বচ্ছতা বাড়ায়, তবে পানিকে নিরাপদ করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে। এই পদ্ধতিগুলো পানির স্বচ্ছতা বাড়ায় কিন্তু নিরাপদ করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করুন।
আরও পড়ুন বন্যা ও এর পরবর্তী সময়ে শিশুকে সুস্থ রাখতে করণীয় সকালের যে ভুলে দ্রুত বাড়ে ওজন দ্বিতীয় ধাপ: পানিকে বিশুদ্ধ বা নিরাপদ করা ফুটানোপ্রয়োজনীয় পরিমাণ পানি কমপক্ষে ৩ মিনিট ধরে ফুটন্ত অবস্থায় রাখার পর ঠান্ডা করে নিন। এই পানি পান করার জন্য নিরাপদ।
Advertisement
এক লিটার পানির জন্য ১ চিমটি ব্লিচিং পাউডার পানিতে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এই পানি পান করার জন্য নিরাপদ।
বিশুদ্ধকরণ ট্যাবলেটপানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজনমতো পানিতে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এক্ষেত্রে সংশ্লিষ্ট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবহারবিধি মেনে পানিকে নিরাপদ করুন।
সূত্র: ইউএস সিডিসি
জেএমএস/জিকেএস
Advertisement