রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
Advertisement
মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে দেখতে মঙ্গলবার সিএমএইচ পরিদর্শনে যান বিমানবাহিনী প্রধান।
এসময় বিমানবাহিনী প্রধান হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
Advertisement
টিটি/এমএএইচ/এমএস