দেশজুড়ে

বন্যার্তদের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দিলো ‘এসএসএস’

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)। প্রাথমিকভাবে সংস্থাটি ছয় কোটি টাকার প্রাথমিক তহবিল নিয়ে বন্যার্তদের সহায়তায় কাজ শুরু করেছে।

Advertisement

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের এসএসএস ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন এক কোটি টাকার চেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ টাকার মধ্যে দেড় কোটি টাকা ব্যয়ে চাল, ডাল, চিড়া, আলু, তেল, খেজুর, লবণ, চিনি, গ্যাসলাইট, মোমবাতি, ওরস্যালাইন, গুঁড়া দুধ, বিস্কুটের প্রাথমিকভাবে ১০ হাজার প্যাকেট ত্রাণ বন্যাদুর্গত এলাকায় দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্যাকবলিত এলাকায় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংস্থায় কর্মরত মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে ২০টি মেডিকেল ক্যাম্প স্থাপন ও বিনামূল্যে ওষুধ দেওয়ার উদ্যোগ নেওয়া করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএসএসের যুগ্ম পরিচালক মো. আমিনুল ইসলাম খান, উপ পরিচালক এসএম ইয়াহিয়া, সহকারি পরিচালক শামছুল আরেফীন ও ফয়সাল আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা প্রমুখ।

Advertisement

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস