দেশজুড়ে

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, বিএনপি নেতা হাবিবের জামিন

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতাকর্মী।

Advertisement

মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের ১১ নম্বর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। ফলে তিনিসহ এ মামলায় সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদের মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় আদালত হাবিবসহ বিএনপির ৫০ নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এরমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত হাবিবসহ কারাবন্দি ৪৬ জনের জামিন মঞ্জুর করেন।

Advertisement

তিনি আরও জানান, এর ফলে হাবিবসহ অন্যান্য আসামিদের কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা রইলো না।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম