জাতীয়

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি জুবায়ের রহমান

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

Advertisement

রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলবার (২৭ আগস্ট) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭’ এর বিধি ৩(২)(ক) মোতাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত বছরের ১৬ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ পান। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র বিক্ষোভের মুখে আপিল বিভাগ থেকে গত ১০ আগস্ট পদত্যাগ করেন তিনি। এরপর থেকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ শূন্য ছিল।

Advertisement

আরএমএম/বিএ/এএসএম