ক্যাম্পাস

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন বাকৃবির শিক্ষক-কর্মকর্তারা

দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় একদিনের বেতনের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকা আদায় হবে বলে আমার ধারণা। তবে ব্যক্তিগত উদ্যোগে অনেকে এর বাইরেও সহায়তা করতে পারেন।

Advertisement

আসিফ ইকবাল/এসআর/এমএস