ইরানে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে ওই তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।
Advertisement
ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজান জানিয়েছে, উত্তর সেমনান প্রদেশের শাহরৌদ শহরে সোমবার সকালে ইসলামি শরিয়া আইন অনুযায়ী ওই হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয়।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, আদালতে ওই তরুণ স্বীকারোক্তি দিয়েছিলেন যে এক আইনজীবীকে হত্যা করার জন্য তাকে ভাড়া করা হয়েছিল। তবে কে বা কারা তাকে ভাড়া করেছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড বেশ বিরল। দেশটিতে বেশির ভাগ মৃত্যুদণ্ডই কারাগারের ভেতর সম্পন্ন করা হয়।
Advertisement
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, চীন ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ইরানে মৃত্যুদণ্ড বেশি কার্যকর করা হয়। গত বুধবারেও ইরান এক প্রচারকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ওই প্রচারকের বিরুদ্ধে তার এক সেবাগ্রহিতাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছিল।
সূত্র: এএফপি
এসএএইচ
Advertisement