জাতীয়

ফি ছাড়াই পুনরায় জমা দেওয়া যাবে পাসপোর্ট

ভিসা না পাওয়ায় আজ ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন ভিসাপ্রার্থী বাংলাদেশিরা। এসময় বিক্ষোভকারীরা ‘এক দফা এক দাবি, ভিসা দে ভিসা দে’সহ নানা স্লোগান দিতে থাকেন।

Advertisement

তবে নতুন করে ভিসা কার্যক্রম শুরু হলে কোনো ধরনের ফি ছাড়া পুনরায় পাসপোর্ট জমা দেওয়া যাবে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

সোমবার (২৬ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

Advertisement

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

এতে বলা হয়, সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে, তাই আমরা এখন পাসপোর্ট ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এসএমএসের মাধ্যমে জানানো হবে।

তবে এই প্রক্রিয়ার জন্য নতুন কোনো ভিসা প্রসেস ফি দিতে হবে না বলেও জানানো হয়।

আইএইচআর/বিএ/এমএস

Advertisement