খেলাধুলা

এক ম্যাচ আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় ক্যারিবীয়দের

এক ম্যাচ আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় ক্যারিবীয়দের

জয়ের জন্য লক্ষ্য ১৮০ রান। সেটি তাড়া করতে নেমে ৫ ওভারেই ৬৭ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর স্টিমরোলার চালিয়েছিলেন প্রোটিয়া ব্যাটার রিজা হেনড্রিক্স। ১৭ বলেই ৪৪ রান করে ফেলেছিলেন তিনি।

Advertisement

কিন্তু ষষ্ঠ ওভারে উড়তে থাকা হেনড্রিক্সকে (১৮ বলে ৪৪) বোল্ড করেন ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ড। এরপরই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। খেই হারিয়ে অবশেষে ম্যাচই হারতে হলো তাদের।

ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে ১৪৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৩০ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল রোববার ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে শাই হোপ আর রোভম্যান পাওয়েলের দানবীয় ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

ওপেনার শাই হোপ করেন ২২ বলে ৪১ রান। আরেক ওপেনার অ্যালিক অ্যাথানাজের ব্যাট থেকে আসে ২১ বলে ২৮ রান। নিকোলাস পুরানের (১৯ বলে ১৯) ধীরগতির ব্যাটিংয়ে ইনিংসের মাঝের দিকে রানের গতিও কিছুটা কমে গিয়েছিল।

এরপর দ্রুতগতিতে রান তুলে সেই ঘাটতি কাটিয়ে তোলেন অধিনায়ক রোভম্যান। লিজাড উইলিয়ামের বলে আউট হওয়ার আগে ২২ বলে ৩৫ রান করেন তিনি। শারফেন রুদারফোর্ডের ১৮ বলে ২৯ রানের ইনিংসের উপর ভর করে ১৭৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ম্যাচে ছিল হেনড্রিক্সের পিচে থাকা পর্যন্তই। তবে চেষ্টা দেখে গেছে এইডেন মার্করাম ও ত্রিস্টান স্টাবসের ব্যাটেও। ৯ বলে ১৯ রান করেন অধিনায়ক মার্করাম। শেফার্ডের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

স্টাবস করেন ২৪ বলে ২৮ রান। ১৭ রান যোগ করেন রসি ফন ডার ডুসেন। নিচের দিকের ৬ ব্যাটার দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি। এতে ইনিংসের ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

Advertisement

এমএইচ/জিকেএস