জাতীয়

বন্যার্তদের উদ্ধারে ২০ হেলিকপ্টার মোতায়েন

সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৪৫ জন বন্যাদুর্গতকে হেলিকপ্টার ও বোটযোগে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে মোতায়েন রয়েছে সেনাবাহিনীর ৫টি, বিমান বাহিনীর ১২টি, র‌্যাবের ২টি ও বিজিবির একটি হেলিকপ্টার।

Advertisement

পাশাপাশি ২৬ হাজার ৮২৫ প্যাকেট খাদ্য সামগ্রী, ২ লাখ ৭৯ হাজার কেজি শুকনো খাবার, এবং ৩ হাজার ৪৭০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে ২ হাজার ৩৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ভোলার রাজাপুর ইউনিয়নে পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হয়ে স্থানীয় এলাকা প্লাবিত হওয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ, ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী।

Advertisement

বন্যাদুর্গত এলাকা ফেনী থেকে জরুরি সেবা প্রদানের লক্ষ্যে গর্ভবতী নারীসহ অন্যান্য রোগীদের বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি বাশারে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী বন্যাদুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের সেবাদান শুরু করেছে।

টিটি/জেডএইচ/

Advertisement