জাতীয়

দেশ ঘুসের মহাসমুদ্রে নিমজ্জিত, মুক্তির পরামর্শ দিন: ড. ইউনূস

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারকাজ শুরু করেছে। এ কাজে বড় বাধা দুর্নীতি ও ঘুস। সারাদেশ ঘুসের মহাসমুদ্রে নিমজ্জিত উল্লেখ করে এ থেকে মুক্তির পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

তিনি বলেন, সারাদেশ ঘুসের মহাসমুদ্রে নিমজ্জিত। কীভাবে ঘুস থেকে আমরা মুক্ত হতে পারি, তার জন্য আমাদের পরামর্শ দিন। শুধু এ কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এ সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, এ ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করবো।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।

আরও পড়ুন

Advertisement

অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের কাজে আমাদের সফল হতেই হবে: প্রধান উপদেষ্টা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের দায়িত্ব দেশের সব মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাগবিতণ্ডাও হবে। কিন্তু আমরা ভাই-বোন, আমরা বাবা-মা। আমরা কেউ কারও শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না। কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করবো না। আমরা সবাই সমান। কেউ কারও ওপরে, কেউ কারও নিচে না। এ ধারণা আমরা জাতীয় জীবনে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই।

এএএইচ/ইএ/জিকেএস