সাহিত্য

জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একক ব্ক্তৃতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে একক ব্ক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাডেমির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Advertisement

আগামী ২৭ আগস্ট (১২ ভাদ্র) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ কর্মসূচি পালিত হবে। ওইদিন সকাল ১১টায় একক বক্তব্য রাখবেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী।

আরও পড়ুন পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক  দুই বছরের অনুষ্ঠানমালার পরিকল্পনা 

এর আগে বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহা. নায়েব আলীর সভাপতিত্বে সকাল ৮টায় জাতীয় কবির কবরে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সবাইকে আমান্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

Advertisement

এসইউ/জিকেএস