জাতীয়

এখনো অবরুদ্ধ সচিবালয়

আনসার সদস্যদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয়। দুপুর ১২টার পর বিক্ষোভকারী আনসার সদস্যরা সচিবালয়ের সামনে এবং অন্য গেটগুলোর সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে চারটা নাগাদ তারা গেট ছাড়েননি।

Advertisement

এতে সচিবালয়ের সবগুলো গেট দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ের ভেতর থেকে কেউ বাইরে বের হতে কিংবা বাইরে থেকে ভেতরে ঢুকতে পারছেন না। সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার পাঁচটি গেটই বন্ধ রয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায় এমন চিত্র। তবে এ সময় দু-একজনকে গেট দিয়ে হেঁটে বের হতে দেখা গেছে।

আরও পড়ুনসচিবালয়ে ঢুকে পড়েছে আনসারদের একাংশআনসারদের বিক্ষোভে অবরুদ্ধ সচিবালয়

চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

Advertisement

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

এনএইচ/কেএসআর/জেআইএম