বিদেশি ঋণের অর্থছাড়ের তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে জাপান। সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ১৭৬ কোটি ১৮ লাখ ডলার ছাড় করেছে দেশটি। এখন লোনের প্রজেক্ট চলছে ২৮টি। আর শুধু জাপানি অর্থায়নে ১২টি। টেকনিক্যাল কো-অপারেশনের প্রজেক্ট ৩৬টি।
Advertisement
এই অন্তবর্তী সরকারের সময়েও প্রকল্পগুলোর কাজ অব্যাহত রয়েছে। যথাসময়ে বাংলাদেশ সরকারের নিকট বুঝিয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি।
রোববার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন জাপানি রাষ্ট্রদূত।
উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সব সময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার।
Advertisement
তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এমওএস/এমএইচআর/এমএস