সাহিত্য

মিরাজ সরকারের কবিতা

আমার জন্য তেমনই তুমি

Advertisement

সকালবেলায় পাখির ডাকেঘুম ভেঙেছে কখনো?অথবা বেলিফুলের কড়া গন্ধেঘুম ভেঙে যাওয়ার অনুভূতি?—আমার জন্য তেমনই তুমি, কারণ ঘুম ভাঙলে এখন তোমাকেই দেখি।

একরাশ রাধাচূড়া বর্ষায় হলুদ রঙেআকাশ ছুঁতে চাওয়ার বাহানা যেমন,আমার কাছে তোমাকে পাওয়ারব্যাকুলতা ঠিক তেমন।

জলে দুলতে থাকা কচি ঘাসের ওপর ঘাসফড়িংয়ের মূর্তমান হয়ে থাকা দেখেছো কখনো?আমার কাছে তোমার দেওয়া প্রতিজ্ঞাও তেমনই; দুলবে কিন্তু ছাড়বে না।

Advertisement

একরাশ সাদা-কালো মেঘের বহর দেখেছো তুমি মিলে মিশে কেমন বর্ষার আকাশ সাজায়, তোমায় নিয়ে আমিও এমন একটা আকাশ সাজিয়েছি।

পাহাড়ের আঁকাবাঁকা পথ দেখেছো নিশ্চয়ই?জীবন আমার যতই বাক নিক না কেন,আমি তোমার হাতেই হাত রেখে চলেছি অনন্তকাল। ভালোবাসি বলে, ভালোবাসবো বলে।

এসইউ/জেআইএম

Advertisement