তথ্যপ্রযুক্তি

অচেনা জায়গায় ডিভাইস ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

কোথাও ঘুরতে যান কিংবা বেড়াতে যান কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। নয়তো আপনার ডিভাইসগুলো হ্যাক হতে পারে। আমরা অনেকেই কোথাও ঘুরতে গেলে পাবলিক বা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করি। এই কাজটি ভুলেও করবেন না। ফ্রি ওয়াই-ফাই ব্যবহারে আপনার ফোন, ল্যাপটপ বা স্মার্টওয়াচ মুহূর্তেই হ্যাক হয়ে যেতে পারে।

Advertisement

ফ্রি ওয়াই-ফাইয়ের আড়ালে বেশিরভাগ সময়েই থাকে প্রতারণার ফাঁদ। তাই রেস্তোরাঁ, রেলস্টেশন, বিমানবন্দরে থাকা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার না করাই ভালো। ফোনে চার্জ না থাকলে আমরা অনেক সময়েই পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার করি। বিশেষ করে বিমানবন্দরে থাকা চার্জিং পোর্ট থেকে ফোনে চার্জ না দেওয়াই ভালো।

আরও পড়ুন

নতুন ফোন কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়ে

পাবলিক চার্জিং স্টেশন বা পোর্টের মাধ্যমে আপনার ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার। তার ফলে আপনার ফোন হ্যাক করা প্রতারকদের পক্ষে অনেক সুবিধাজনক হয়ে যাবে। আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপ এবং তার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে ভালভাবে সুরক্ষিত করে রাখতে হবে।

Advertisement

একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার না করে নতুন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ভালো এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে সহজে আপনার ফোনের অ্যাপ কিংবা অন্যান্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।

আপনার ডিভাইস একদম আপডেট ভার্সনে রাখুন। অর্থাৎ সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর সুবিধা অনেক।স্মার্টফোনে যদি সফটওয়্যার একদম লেতেস্ট ভার্সনে আপডেট করা থাকে তাহলে সব ধরনের সিকিউরিটি ফিচারের সুবিধা পাবেন আপনি।

স্মার্টফোনে ইউজারের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বেশ কিছু ফিচারের সেটিংস ঠিক করে রাখা যায়। এইসব সেটিংস সম্পর্কে জেনে রাখা দরকার বেড়াতে যাওয়ার আগে। সবার আগে নিজের ফোনের লোকেশন বন্ধ করে রাখুন। তাহলে আপনি কোথায় আছেন সেটা সহজে বুঝতে পারবে না হ্যাকাররা।

কোথাও ঘুরতে গেলে ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রায় সবারই অভ্যাস। নিজেকে সুরক্ষিত রাখতে বেড়ানো থেকে ফিরে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাই ভালো হবে।

Advertisement

আরও পড়ুন

ফোন রিস্টার্ট করার যত সুবিধা ফোন বারবার হ্যাং হচ্ছে, ৬ উপায়ে সমাধান সহজে

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এমএস