স্বাস্থ্য

পদত্যাগ করে অবসরের আবেদন স্বাস্থ্যের এডিজির

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীর পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন।

Advertisement

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, আমি গত ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি ১৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরকারি চাকরিতে প্রথম যোগদান করি। বর্তমানে আমার চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় পারিবারিক কারণে আমি ২২ আগস্ট ২০২৪ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে ইচ্ছুক।

আরও পড়ুন

Advertisement

স্বাস্থ্যের আহমেদুল কবীর-ফ্লোরাসহ চার কর্মকর্তা বদলি

এর আগে গত ২২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আহমেদুল কবীরকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদ থেকে আইপিএইচের পরিচালক পদে বদলি করা হয়।

এএএম/এসআইটি/এমএস