জাতীয়

চট্টগ্রামের সঙ্গে আজও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের মিরসরাই ও ফেনীতে রেললাইনে এখনও বন্যার পানি জমে আছে। তাই আজ শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রামের সঙ্গে সারাদেশের সব ট্রেনের শিডিউল বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, রেললাইনে পানি ওঠা ও পাহাড়ধসের কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এসব কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজ শনিবার একটি রিলিফ ট্রেন ফেনী পর্যন্ত যাবে, সেটি মূলত রেললাইনের কী অবস্থা তা পর্যবেক্ষণ করবে এবং রেললাইন সংস্কার করবে।

আরও পড়ুন

শনিবার থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলবে কুমিল্লা-নোয়াখালীতে সচল হচ্ছে মোবাইল টাওয়ার, উন্নতি নেই ফেনীর

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, চট্টগ্রামের মিরসরাই ও ফেনী সদর থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন থেকে পাটাতন সরে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটে পাহাড়ধসও হয়েছে।

Advertisement

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

এএজেড/এসআইটি/এমএস