বিনোদন

শুকনো খাবার নিয়ে নোয়াখালীতে আরশ খান

শুটিং নয়, বন্যার্তদের জন্য শুকনো খাবার নিয়ে নোয়াখালী পৌঁছে গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। বন্যাকবলিত নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আশপাশের জেলার বেশ কয়েকজন বন্ধু।

Advertisement

আজ শুক্রবার ঢাকায় ফিরে বন্যাদুর্গত এলাকায় আরও খাবার পাঠাবেন বলে জানিয়েছেন অভিনেতা আরশ খান। তিনি বলেন, ‘আমি নিজ চোখে কখনও এ রকম দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে, এ সময় মানুষের পাশে থাকা দরকার। তাই আমরা কয়েকজন মিলে চলে এসেছি, আমাদের মতো করে কাজ করে যাচ্ছে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমি চাই, আমার দেখাদেখি আরও দশটা মানুষ গিয়ে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক।’

আরও পড়ুন:

আরশ খান ও তানিয়া বৃষ্টির ‘পাঁজর’ মুক্তিযুদ্ধের গল্পে আরশ খান

নোয়াখালীতে কবে গেছেন? কদিন থাকবেন? জানতে চাইলে আরশ খান বলেন, ‘দুদিন ধরে আছি, আজ চলে যাব ঢাকায়। একটা টিম থাকবে। আরও একটা টিম কাজ করতে আসছে ঢাকা থেকে। আমি ঢাকায় গিয়ে আবারও কিছু শুকনো খাবার পাঠাবো। এই মুহূর্তে খাবার দরকার। পাশাপাশি কিছু কাপড় দরকার, যেগুলো ঢাকা থেকে পাঠাতে পারবো।’

Advertisement

আরশ খান এই প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী। টিভিনাটকে এরই মধ্যে প্রায় পঞ্চাশের বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তার বেশকিছু নাটক জনপ্রিয়তাও পেয়েছে। ‘জটিল প্রেম’, ‘লাভ টর্চার’, ‘রাখাল বালিকা’, ‘হেডফোন’ নাটকগুলো তাকে পরিচিতি এনে দিয়েছে।

এমআই/আরএমডি/এএসএম