আগামী ২৯ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে দুই আরচারের সঙ্গে আরো ১১ জন ফ্রান্স যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। গত ১৮ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১৩ জনের সরকারী অনুমোদনও (জিও) প্রদান করেছিল।
Advertisement
দুই ক্রীড়াবিদের সঙ্গে এত মানুষ কেন? এ নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠলে তা নজরে আসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তিনি ৬ জনের নাম বাদ দিয়ে ৭ জনের দলকে ফ্রান্স যাওয়ার অনুমতি দিয়েছেন।
ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী, প্যারিসে যে ৭ জনের দল যাবেন, তারা হলেন- শেখ আবদুস সালাম (আয়োজক কমিটির অতিথি), ফখরুদ্দিন হায়দার (হেড অব ডেলিগেট), মনিরুল ইসলাম (ফিজিশিয়ান), আসিফ সোবহান (টিম অফিসিয়াল), নিশিথ দাস (কোচ), জুমা আক্তার (আরচার), আল আমিন (আরচার)।
যাদের নাম ছেঁটে ফেলা হয়েছে তারা হলেন- রেবেকা সুলতানা, মাকসুদুর রহমান, নিগার হায়দার, মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ, আমিনুল ইসলাম ও সানাউল হক।
Advertisement
আরআই/এমএইচ/এমএস