খেলাধুলা

কে হচ্ছেন ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যান?

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হাওয়া থেকে পাওয়া খবর নিয়ে বিসিবির নতুন সভাপতি হিসেবে এর-ওর নাম লিখলেও আসলে ফারুক আহমেদই যে বিসিবির নতুন বিগ বস হবেন, তা নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।

Advertisement

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান ফারুক আহমেদই দেশের ক্রিকেটের অভিভাবক হয়েছেন। তার কাঁধেই বর্তেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনার ভার। মন্ত্রী, সংসদ সদস্য ও সাবেক সেনাকর্তার বাইরে প্রথমবার কোনো জাতীয় দলের সাবেক অধিনায়ককে করা হলো দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার প্রধান।

এর আগে দুই সাবেক জাতীয় ক্রিকেটার মাজহার তান্না আর সৈয়দ আশরাফুল হক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও জাতীয় দলের কোনো ক্রিকেটার আগে বিসিবি সভাপতি হননি।

ফারুক আহমেদ হয়েছেন নতুন সভাপতি। তার সঙ্গে বোর্ডের নতুন পরিচালক হিসেবে এসেছেন নাজমুল আবেদিন ফাহিম। এই দুজন দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর অভিভাবক সংগঠন জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত বিসিবির গঠনতন্ত্র অনুযায়ীই সরাসরি বোর্ড পরিচালক হিসেবে এসেছেন।

Advertisement

বিসিবির পরিচালক পর্ষদের দুই সদস্য জালাল ইউনুস আর আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় নতুন বোর্ড পরিচালক হয়েছেন। গত বোর্ড পরিচালক পর্ষদ নির্বাচনের সময় বাকিরা যখন ভোটে নির্বাচিত হয়েছেন, তখন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী বিনা ভোটে বোর্ড পরিচালক হয়েছিলেন ববি ও জালাল।

এনএসসি মনোনীত দুই পরিচালকের একজন ফারুক আহমেদ পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু অপর নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম শুধুই পরিচালক থেকে গেছেন। ফাহিম কী হবেন? তাকে কোথায় বসানো হবে? তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন। ফাহিমকে কি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদে বসানো হবে? এতকাল জালাল ইউনুস ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান। এখন যেহেতু জালাল ইউনুস বোর্ডে নেই, তাই ওই পদটিও শূন্য হয়ে গেছে। এখন সেই শূন্য পদে একজন নতুন চেয়ারম্যান নিয়োগ জরুরি।

আর সবচেয়ে বড় কথা ক্রিকেট অপস হলো জাতীয় দল পরিচালনা, পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা স্ট্যান্ডিং কমিটি। জাতীয় দল পরিচালনার জন্য সেই কমিটি প্রধান থাকা অতি জরুরি। তাই জালাল ইউনুসের বদলে ক্রিকেট অপসের নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে দ্রুতই। এখন দেখার বিষয়, কে হবেন ক্রিকেট অপসের নতুন চেয়ারম্যান। অনেকেরই ধারণা, যেহেতু ক্রিকেট অপস চেয়ারম্যানের পদটি শূন্য এবং নাজমুল আবেদিন ফাহিমের ক্রিকেটজ্ঞান প্রচুর। নিজে একজন দক্ষ ক্রিকেট প্রশিক্ষক, বিশ্লেষক এবং টেকনিক্যাল অ্যাডভাইজার, দীর্ঘদিন বিকেএসপির প্রধান কোচ ও চিফ টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করেছেন; সব মিলে বিসিবির নতুন ক্রিকেট অপস চেয়ারম্যান হওয়ার তিনি একজন যোগ্য দাবিদার।

Advertisement

তবে এখন পর্যন্ত খবর, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এখনই ক্রিকেট অপস চেয়ারম্যান নিয়োগ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। জানা গেছে, আজ বৃহস্পতিবার পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরে বাংলায় বোর্ড কার্যালয়ে কজন পরিচালককে নিয়ে মিটিং করেছেন বিসিবি সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও ক্রিকেট অপস প্রধান পদে কাউকে নিয়োগ প্রদান নিয়ে কথা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আজ না হলেও দুই একদিনের মধ্যেই বোর্ড পরিচালকদের সাথে বসে ক্রিকেট অপস চেয়ারম্যান নিয়োগটা চূড়ান্ত করে ফেলবেন।

যাকে নিয়ে এত কথা, সেই নাজমুল আবেদিন ফাহিম কী ভাবছেন? তিনি কি আগ্রহী? জাগো নিউজের পক্ষ থেকে মুঠোফোনে এ প্রশ্ন জিজ্ঞেস করা হলে ফাহিম পরিষ্কার করে কিছু বলেননি। তিনি আগ্রহী কিনা? তার জবাবেও হ্যাঁ কিংবা না বলেননি। তবে হাবভাবে বোঝা গেলো, দায়িত্ব পেলে তিনি এই পদে কাজ করতে রাজি।

এদিকে আজ নতুন সভাপতি ফারুক আহমেদ আজ একাই এসেছিলেন বিসিবির কার্যালয়ে। কিছু কিছু ডিপার্টমেন্টের কাজকর্মের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন তিনি।

যাওয়ার আগে বিসিবিতে ঢোকেন নাজমুল আবেদিন ফাহিম। তার সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার মতো আলাপ হয়েছে ফারুক আহমেদের। তবে ফাহিম জানালেন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা হয়নি। আলোচনাটা একদমই অনানুষ্ঠানিক কিছু বিষয় নিয়ে।

শোনা যাচ্ছে, নাজমুল আবেদিন ফাহিম একা নন। ক্রিকেট অপস চেয়ারম্যান পদে আকরাম খানও আসতে পারেন বিবেচনায়। আকরাম এর আগেও কয়েক বছর ক্রিকেট অপস প্রধান হিসেবে কাজ করেছেন। পরে তাকে সরিয়ে দিয়েই জালাল ইউনুসকে এই দায়িত্ব দেওয়া হয়।

কাজেই আকরাম খানের যেহেতু এখানে কাজ করার পুরোনো অভিজ্ঞতা আছে, কাজেই তাকে বিবেচনায় আনা হতে পারে। শেষ পর্যন্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান যদি ক্রিকেট অপসে তার পুরোনো চেয়ারে নতুন করে বসেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

এআরবি/এমএমআর/এএসএম