খেলাধুলা

টস জিতে বোলিংয়ে গুজরাট লায়ন্স

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা এবং একেবারে তলানীতে থাকা দুটি দলের মধ্যে লড়াই। কে জিতবে? যদিও খেলাটা গুজরাট লায়ন্সের হোম ভেন্যু সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। সফরকারী কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আবার টস জিতেছে গুজরাটই। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাট লায়ন্স অধিনায়ক সুরেশ রায়না।৭ ম্যাচের মধ্যে ৬টি জিতে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে গুজরাট লায়ন্স। অপরদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ৬ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ১টিতে। যে কারণে তালিকার একেবারে তলানীতে রয়েছে তারা। ৭ম ম্যাচে এসে অধিনায়ক পরিবর্তণ করে মাঠে নেমেছে প্রীতি জিনতার দল। ডেভিড মিলারের পরিবর্তে দলটির অধিনায়ক এখন মুরালি বিজয়।তবে এবারের আইপিএলের ট্রেন্ড বলছে ভিন্ন কথা। টস জয় মানেই ম্যাচ জয় অনেকটা নিশ্চিত। কারণ, রান তাড়া করতে নেমে সহজেই যে কোন লক্ষ্য পার হয়ে যাচ্ছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। সে হিসেবে আজও কিংস ইলেভেন পাঞ্জাবের কপালে কী আছে সেটা সম্ভবত আগে থেকেই অনুমান করা যাচ্ছে।কিংস ইলেভেন পাঞ্জাবমুরালি বিজয়, মার্কাস স্টোইনিজ, শন মার্শ, ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, গুরকিরাত সিং, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল, কেসি ক্যারিয়াপ্পা, মোহিত শর্মা, সন্দীপ শর্মা।গুজরাট লায়ন্সডোয়াইন স্মিথ, ব্রেন্ডন ম্যাককালাম, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, ডোয়াইন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, ইশান কিষান, জেমস ফকনার, প্রাভীন কুমার, ধাওয়াল কুলকার্নি, শিবিল কৌশিক। আইএইচএস/এবিএস

Advertisement