দেশজুড়ে

বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ক্ষতি

জোয়ারের পানির তোড়ে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।

Advertisement

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।

ভাঙনে কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। ফলে সদ্য রোপণকৃত ধান ও বীজতলাসহ বাড়িঘর তলিয়ে গেছে।

দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানিয়েছেন, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে মেরামত করা সম্ভব হয়নি।

Advertisement

আলমগীর হান্নান/জেডএইচ/এএসএম