প্রায় ২০ দিন পর ফেসবুকে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বন্যায় যখন ডুবতে বসেছে দেশ, তখন বন্যার্তদের সাহায্যার্থে নগদ অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সর্বশেষ গত ২ আগস্ট ফেসবুকে বিমূর্ত এক পোস্ট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই থেকে ফেসবুকে এই অভিনেত্রীর আর কোনো পোস্ট দেখা যায়নি।
Advertisement
দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়েছেন জয়া আহসান। আজ (২২ আগস্ট) বৃহস্পতিবার তার শেয়ার করা একটি পোস্টে লেখা রয়েছে, ‘এই মুহূর্তে দেশের বন্যার্তদের অসহনীয় দুর্দশায় পাশে দাঁড়াই। বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে আমরা প্রত্যেকে নিজিদের সামর্থ্যের সবকিছু দিয়ে সাহায্য করি।’ সাহায্য হিসেবে টাকা পাঠানোর জন্য একটি নম্বরও সেখানে যোগ করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছিল ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। তারই অংশ হিসেবে গত ১ আগস্ট সকাল থেকে ফার্মগেটে অবস্থান নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। সেই দলে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, অভিনেতা সিয়াম আহমেদ প্রমুখ।
‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক, আকরাম খান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, শঙ্খ দাশগুপ্ত, হুমাইরা বিলকিস, তানিম নূর, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, নাসিক আমিন, ধ্রুব হাসান, অভিনেতা আজাদ আবুল কালাম, অভিনেত্রী আজমেরী হক বাধন, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, আলোকচিত্রী মুনেম ওয়াসিফ, তাসলিমা আকতার লিমা, শিল্পী ঋতু সাত্তার, তানজিম ওয়াহাব, কণ্ঠশিল্পী শিবু কুমার শীল প্রমুখ। তবে এই দলের কোনো বিবৃতিতে নাম দেখা যায়নি জয়া আহসানের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন তার অনুসারীরা। আজ বন্যার্তদের সাহায্যার্থে পোস্ট করার পরও তীব্র সমালোচনার মুখে পড়েন জয়া। মন্তব্যগুলোর মধ্যে বেশিরভাগই নেতিবাচক।
Advertisement
আরও পড়ুন:
জয়া আহসান নাকি ‘বিটিভি-ফার্মগেটের মাঝখানে’ সৃজিতের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন জয়া আহসানসর্বশেষ ভারতের পশ্চিমবঙ্গে ‘ডিয়ার মা’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন জয়া আহসান। ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এর আগে একই নির্মাতার হাত ধরে হিন্দি সিনেমায় অভিষেক হয় জয়ার। পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে ছবিটির নাম ‘কড়ক সিং’। বাংলাদেশে জয়ার সর্বশেষ ছবি ‘পেয়ারার সুবাস’।
আরএমডি
Advertisement