আন্তর্জাতিক

গজলডোবায় কমতে শুরু করেছে পানি, বন্যা পরিস্থিতির উন্নতি

সিকিমে পাহাড়ধসে তিস্তা নদীর ওপর নির্মিত একটি বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় পানির চাপ বেড়েছিল পশ্চিমবঙ্গের মালদহ জেলার গজলডোবায়। এ অঞ্চলের বহু বাড়িতে পানি ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আতঙ্কে নিরাপদ আশ্রয়ে চলে যান অনেকেই। তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর হলো, গজলডোবা বাঁধে পানির স্তর নিচে নামতে শুরু করেছে।

Advertisement

সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) টাঙন ও পুনর্ভবা নদীর পানি কমে আসায় সতর্কতার মাত্রা লাল থেকে নামিয়ে হলুদ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীতেও পানির স্তর নেমেছে প্রায় ১৫ সেন্টিমিটার।

আরও পড়ুন>>

ত্রিপুরায় বাঁধ খুলে দিলো ভারত, হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত সিকিমে বাঁধ ভাঙায় চাপ বেড়েছে গজলডোবায়, পশ্চিমবঙ্গেও বন্যার শঙ্কা

যেসব এলাকায় নদীর বাঁধ ভেঙেছে, সেগুলো বালির বস্তা দিয়ে মেরামতের কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই সব বাঁধ মেরামত সম্পন্ন হবে বলে জানিয়েছে সেচ দপ্তর।

Advertisement

জলপাইগুড়ি জেলা প্রশাসকের দপ্তর জানিয়েছে, এলাকায় জমে থাকা পানি বেরোতে দু-তিনদিন সময় লাগতে পারে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে তারা।

সূত্র আরও জানিয়েছে, এখন পর্যন্ত গজলডোবা বাঁধের কোনো মুখ খুলে দেওয়া হয়নি। বরং আগেই পানির স্তর বেশি ছিল, এখন তা ধীরে ধীরে কমে আসছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ডিডি/কেএএ/

Advertisement