বন্যার চলমান ভয়াবহ পরিস্থিতিতে সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের চোখ এখন ফেনীর দিকে। সেখানে বসবাসরত বন্ধুর খোঁজ পাচ্ছেন না তিনি। সামাজিক মাধ্যমে বন্যা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বন্ধুর খোঁজ জানতে চেয়েছেন এই সংগীত তারকা।
Advertisement
আজ (২২ আগস্ট) বৃহস্পতিবার নিজের ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘ফেনীর পরিস্থিতি ভয়াবহ। সেনাবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস গতকাল (বুধবার) বিকেল থেকে কাজ শুরু করেছে। স্রোতের কারণে উদ্ধারকাজ পরিচালনাও সম্ভব হচ্ছে না।’
এরপর তিনি লেখেন, ‘এই সময় ভুল খবর, পুরনো ছবি শেয়ার করবেন না। ফেনীতেই প্রয়োজনের চেয়ে বেশি স্বেচ্ছাসেবক আছে। শুধুমাত্র, উদ্ধার, সেফটি সরঞ্জাম, ইঞ্জিনচালিত নৌকা, বোট এবং খাবার দরকার।’
সতর্কবার্তা দিয়ে প্রিন্স লেখেন, ‘দলবেঁধে যাবেন না। সাঁতার না জানা কেউ রেসকিউ করতে যাওয়ার প্রয়োজন নেই, এতে হিতে বিপরীত হবে। যাবেন কিন্তু এখনই দলবেঁধে যাবেন না। পানি নামার পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার কাজ এবং স্বাস্থ্য সেবার জন্য প্রচুর ভলেন্টিয়ার প্রয়োজন হবে, সুতরাং প্রস্তুতি নেন।’
Advertisement
সবশেষে এ সুরকার নিজের বন্ধুর খোঁজ পাচ্ছেন না উল্লেখ করে লেখেন, ‘আমার বন্ধু ফুলগাজি, মুন্সির হাট বাজারের আব্দুস জাহের চৌধুরীর পরিবারের, চৌধুরী বাড়ীর কোনো খবর এখন পর্যন্ত পাইনি। কোনো টিম সেখান পর্যন্ত পৌঁছুতে পারলে আমাকে জানান।’
ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যা কবলিতরা। সামাজিক মাধ্যম সয়লাব সেসব ছবিতে।
এমআই/এলএ/জিকেএস
Advertisement