বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ ও জরুরি সেবার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
Advertisement
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সিটি ও জেলাসহ প্রাথমিকভাবে দেশের বন্যাকবলিত পাঁচটি জেলার উদ্ধারকাজ বিষয়ে যে কোনো সেবা গ্রহণের জন্য ছাত্রশিবিরের হটলাইন নম্বর চালু থাকবে।
আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াতের খাবারের চেয়ে এখন জীবিত উদ্ধার জরুরি: ফেনীবাসীর আকুতিযে কোনো প্রয়োজনে নিন্মোক্ত নম্বরসমূহে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
Advertisement
কুমিল্লা সিটি করপোরেশনরাসেল আহমেদ: ০১৭৪৯-৪০৯৪৯৪
কুমিল্লা জেলাজাহিদুল ইসলাম: ০১৬৪৬-৫২২৯৬৬মহিউদ্দিন রনি: ০১৬০৫-৭১৫৫১৭
লক্ষ্মীপুর জেলাআব্দুল আউয়াল হামদু: ০১৮৩২-৩৭২০৪৩রাসেল মাহমুদ: ০১৭৮০-৪১০২২০
নোয়াখালী জেলাহাবিবুর রহমান আরমান: ০১৮৭৯-২২৩০৪৮দাউদ ইসলাম: ০১৯৯০-৩৬৯৯২০সাইফুর রসুল ফুয়াদ: ০১৮৭৫-৪৬৯০৩৪
Advertisement
ফেনী জেলাইমাম হোসাইন: ০১৬৪৪-৮৩৯২৯৪ইমাম হোসেন আরমান: ০১৮১৪-২৮৬৪৮৮শফিকুল ইসলাম: ০১৮৬৪-৭১৯১৪৭
খাগড়াছড়ি জেলামো. মাইনুদ্দিন: ০১৫১৮-৩২৭৪৯৯আবদুস সাত্তার: ০১৫১৮-৩৯৬৫১২
টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার্তরা নিজেদের উদ্ধারের আকুতি জানিয়েছেন।
এএএম/বিএ/জেআইএম