দেশজুড়ে

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন দুলু

নিজের বক্তব্যের জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Advertisement

তিনি বলেন, ‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বক্তব্যে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন। আমি সাংবাদিকদের খুব ভালোবাসি। সারাদেশে এমন কোনো সাংবাদিক নেই, যে আমাকে পছন্দ করে না। প্রতিটি পত্রিকার সম্পাদকের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে।’

বুধবার (২১ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আপনারা স্বাধীনভাবে লিখতে পারেননি। হাসিনা সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। সাংবাদিক ভাইয়েরা লিখতে পারতেন না। মামলা দিয়ে পত্রিকার সম্পাদকদের জেলে দিয়েছেন। অনেক সাংবাদিককে বিদেশে চলে যেতে বাধ্য করেছেন। তার কার্যালয়ে, গণভবনে অনেক পত্রিকা পৌঁছাতে পারেনি।’

Advertisement

তিনি বলেন, “দু-একটি গণমাধ্যমের কথা বলতে গিয়ে ‘স্লিপ অব টাং’ থেকে আমি সব টেলিভিশন ও পত্রিকার কথা বলেছিলাম। এজন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন।’

আরও পড়ুন গণমাধ্যম নিয়ে উসকানিমূলক বক্তব্য, বিএনপি নেতা দুলুর পদাবনতি-

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ যদি কারও আত্মীয়তার পরিচয় নিয়ে বিএনপির মিছিলে ও কর্মসূচিতে আসে, তাহলে বিএনপির ওই নেতাকেও ছাড় দেওয়া হবে না। কোনো বাহির মাল বিএনপিতে স্থান নেই।’

নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘১৬ বছর যাদের বিএনপিতে দেখিনি, তারা এখন ঢুকেছেন। আমার নির্যাতিত নেতাকর্মী কষ্ট করেছে। বিএনপির নাম ভাঙিয়ে যদি তারা দোকানে, ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে যদি চাঁদা আদায় করে, তখন আমাকে ফোন করে জানাবেন। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

Advertisement

এরআগে শুক্রবার (১৬ আগস্ট) নাটোরে এক সমাবেশে দুলু বলেছিলেন, ‘শেখ হাসিনার ছবি যেসব টেলিভিশন ও সংবাদপত্র প্রচার করবে, সেসব টিভি-পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে।’ তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের পদ থেকে পদাবনতি করে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস