দেশজুড়ে

ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি, আখাউড়ায় যাত্রী পারাপার বন্ধ

ভারত থেকে আসা পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পানিতে তলিয়ে গেছে। এতে বন্ধ রয়েছে যাত্রী পারাপার।

Advertisement

বুধবার (২১ আগস্ট) দুপুর থেকে যাত্রী পারাপার সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, সকাল থেকে পানি ঢুকতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ব্যাপক আকার ধারণ করে। পানির তোড়ে ইমিগ্রেশন ভবনের ভেতর পর্যন্ত পানি ঢুকে যায়। মূল ভবনের ভেতরে প্রায় হাঁটুপানি।

তিনি বলেন, ইলেকট্রিক সকেটের ভেতরও পানি ঢুকেছে। এই অবস্থায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আপাতত ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

Advertisement

আবুল হাসনাত মো রাফি/এফএ/এএসএম