জাতীয়

নসরুল হামিদের অফিসে অভিযান, উদ্ধার ২৭ লাখ টাকা-বিদেশি মুদ্রা

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান চালিয়ে নগদ ২৭ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ৫১০ লিরা জব্দ করা হয়।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে ভবনটিতে অভিযান শুরু হয়ে শেষ হয় ভোরের দিকে। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা।

অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ছাড়াও ঢাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযানে প্রিয়প্রাঙ্গণ ভবনের লিফটের দুই তলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভোল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

Advertisement

আরও পড়ুনসাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অফিসে রাতভর অভিযানবিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান পরিচালনার দাবি ফারুকেরপুলিশের অস্ত্র লুট নিরাপত্তার জন্য হুমকি, শিগগির অভিযান

একই রুমে বামদিকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এরপর ছয় তালায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হলো।

এছাড়া ওই অফিস থেকে ৫০ পাউন্ডের চারটি নোট যার একটি ছেড়া, তুর্কী মুদ্রা (লিরা) ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার মোট দুটি, ৫০ লিরার নোট একটি, ২০ লিরার নোট একটি ১০ লিরার নোট চারটি। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

Advertisement

টিটি/এমআরএম/এমএস