কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যায় সমর্থনের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ছবি) আইন অনুষদের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে অব্যাহতির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
Advertisement
এ দাবিতে তারা আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তার অব্যাহতি চেয়ে আইন অনুষদের দেওয়ালে দেওয়ালে পোস্টার দেখা যায়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর তারা ডিন বরাবর দরখাস্ত দেন।
এর আগে হাসান মুহাম্মদ রোমান শুভ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছিলেন।
Advertisement
আন্দোলনকারী আইন বিভাগের শিক্ষার্থীরা জানান, নিজ বিভাগের শিক্ষার্থীকে নানা সময় শিবির ট্যাগ দিয়ে হয়রানি করেছেন তিনি। এমনকি জুবায়ের নামে এক শিক্ষার্থীকে পুলিশে ধরিয়ে দেন। কোটা আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে শিক্ষার্থী হত্যা সমর্থন করেছেন। এমন শিক্ষকের ক্লাস আমরা চাই না।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভকে একাধিকবার কল করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক বলেন, শিক্ষার্থীরা একটি আবেদন করেছে। আমি সেটা গ্রহণ করেছি। এটি একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। তদন্ত হবে এরপর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আহমেদ জুনাইদ/জেডএইচ/এএসএম
Advertisement