খেলাধুলা

টুইট ঝড়ে মুস্তাফিজ-কোহলি

ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়ে টুইটারে ঝড় উঠা যেন নিয়মে পরিণত হয়েছে। কালও তার ব্যতিক্রম হল না। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের বিপক্ষে বল হাতে তুলে নেন দলের ইনফর্ম ভিরাট কোহলির উইকেট। এর পরই শুরু হয় মুস্তাফিজ-কোহলিকে নিয়ে টুইট ঝড়।অভিষেকের পর থেকে অনেক বড় বড় ব্যাটসম্যানকে ফাঁদে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। ক্রিস গেইলকে তো প্রথম বলেই বোল্ড করেছেন। এবি ডি বিলিয়ার্স, হাশিম আমলা, স্টিভেন স্মিথ কিংবা কেন উইলিয়ামসন- কার স্ট্যাম্প ওড়াননি দ্য ফিজ?কিন্তু একটা আক্ষেপ ছিল যেন। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা আইপিএল- বিরাট কোহলিকে একবারও আউট করতে পারেননি তিনি। এটা যেন একটা ধাঁ ধাঁ হয়েছিল এতদিন মুস্তাফিজের জন্য। কোহলি কী তবে তার কাছে অজেয়?যদিও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তবুও তার উইকেট নিতে পারলে যেন মুস্তাফিজের বোলিংয়ে অন্য মাত্রা যোগ হবে। অবশেষে সেই ধাঁ ধাঁরও উত্তর মেলালেন মুস্তাফিজ। বিরাট কোহলিও শেষ পর্যন্ত তার সামনে আর অজেয় থাকতে পারলেন না। তাকেও আউট করলেন `দ্য ফিজ`। এক নজরে দেখে নেওয়া যাক মুস্তাফিজের বোলিং নিয়ে কে কি টুইট করেছেন। এমআর/এমএস

Advertisement