খেলাধুলা

মাঠেই মূত্রত্যাগ করে লালকার্ড দেখলেন পেরুর ফুটবলার

মাঠেই মূত্রত্যাগ করে লালকার্ড দেখলেন ফুটবলার! আপনি ঠিকই পড়েছেন। ফুটবলের মাঠে গোল, দক্ষতা আর চোখধাঁধানো কৌশলকে ছাড়িয়েও মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলোে দেখলে মানুষ আসলেই বিস্মিত হয়ে যায়। তেমনই এক ঘটনা এটি। যা ঘটেছে পেরুতে।

Advertisement

পেরুর তৃতীয় শ্রেণির একটি ক্লাব প্রতিযোগিতায় মাঠেই মূত্রত্যাগ করে লালকার্ড দেখেছেন সেবাস্টিয়ান নামের এক ফুটবলার। বিরল এই ঘটনায় ফুটবল আঙিনায় চলছে তোড়পাড়। ফুটবলারের নৈতিকতার সমালোচনা করেছেন অনেকে। আবার কেউ কেউ মেতেছেন হাস্যরসে।

কোপা পেরু টুর্নামেন্টে ক্যান্টরসিলোর বিপক্ষে খেলতে নেমেছিল অ্যাথলেটিকো আওজান। ৭১ মিনিটে হয় কর্নার। ক্যান্টরসিলোর গোলরক্ষক ইনজুরি হওয়ার কারণে রেফারি কিক নেওয়ার বাঁশি বাজাতে দেরি করছিলেন। এই সুযোগে মাঠের কোণায় গিয়ে মূত্রত্যাগ করেন সেবাস্টিয়ান। বিষয়টি ক্যান্টরসিলোর খেলোয়াড়দের চোখে পড়লে তারা রেফারিকে দেখান। পরে রেফারি লালকার্ড দেখান সেবাস্টিয়ানকে।

রেফারির এমন সিদ্ধাতে মাথায় আকাশ ভেঙে পড়ে সেবাস্টিয়ানের। কিন্তু অস্বস্তিকর সিদ্ধান্ত মানতেই হলো তাকে। বাধ্য হয়ে ছাড়তে হলো মাঠ।

Advertisement

এর আগেও মাঠে মূত্রত্যাগের ঘটনা ঘটেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের গোলরক্ষক জেন্স লেহম্যান একবার বিজ্ঞাপন হোর্ডিংসের উপর দিয়ে লাফিয়ে বাইরে গিয়ে মূত্রত্যাগ করেছিলেন। তারপর দ্রুত আবার মাঠে ফিরে এসেছিলেন। অবশ্য সেবার তাকে লালকার্ড দেখানো হয়নি। সেদিক বিবেচনায় সেবাস্টিয়ানকে অভাগা বলাই যায়।

এমএইচ/এএসএম