ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৪ কোটি ৪০ লাখ রুপি বা ৬ কোটি ২৩ লাখ টাকার বেশি সোনা ও রুপা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরমধ্যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিজয়পুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৪ কোটি ৩২ লাখ রুপি স্বর্ণ ও উত্তর২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ লাখ ৩৬ হাজার রুপির রুপা পাচারকালে জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
Advertisement
মঙ্গলবার (২০ আগষ্ট) দক্ষিণবঙ্গ ফন্ট ইয়ারের মুখপাত্র একে আর্য (ডিআইজি) বলেন, সোমবার (১৯ আগষ্ট) বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বিজয়পুর বর্ডার ফারির ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে দায়িত্ব পালনের সময় লক্ষ্য করেন, একজন সন্দেহভাজন ব্যক্তি কলাবাগানের কাছে একটি বাঁশঝাড়ের মধ্য দিয়ে সাইকেলে করে আসছেন।
তাকে দেখে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পথ আটকায় এবং তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালীন সন্দেহভাজন ব্যক্তির কোমরে কাপড়ের বেল্ট খুলে নিতেই সেই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ সদস্যকে আক্রমণ করেন। অল্পের জন্য গুরুতর আঘাত থেকে প্রাণে বাঁচেন ওই বিএসএফ সদস্য। আচমকা আক্রমণ করতেই হাত ফসকে দৌড়ে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি। আত্মরক্ষায় বিএসএফ জওয়ান তাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও বিএসএফের চালানো গুলি মিস করে। ঘন বাঁশের ঝোপের সুযোগ নিয়ে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপরেই খবর দেওয়া হয় বিএসএফ ক্যাম্পে। সেখান থেকে বিএসএফের জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযান চালায়। সে সময় সন্দেহভাজন ব্যক্তির কাপড়ের বেল্টটি সেই স্থানে পড়ে থাকতে দেখে বিএসএফের জওয়ানরা।
Advertisement
কাপড়ের বেল্টটি উদ্ধার করে তল্লাশি চালালে সেখান থেকে ২২টি সোনার বিস্কুট ৮টি সোনার ইট এবং একটি সোনার টুকরো উদ্ধার করা হয়। অপরদিকে একই দিনে উত্তর ২৪ পরগনা জেলার ১০২ ব্যাটেলিয়নের আউটপোস্ট পানিতারে ১০ কেজি রুপার দানা জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই নারীকে গ্ৰেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম মীরা দাস এবং সোমা দাস। তারা দু'জনেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: ‘প্রথমবার’ আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজিবি, বিস্মিত বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফের ডিজি বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো ভারততারা জানান, ইতিন্দা গ্রামের অজ্ঞাত এক ব্যক্তির হয়ে কাজ করেন তারা। আটক অভিযুক্ত দুই নারী ও জব্দকৃত সোনা এবং রুপার দানা পরবর্তী আইনি ব্যবস্থা গ্ৰহণের জন্য নদীয়ার ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
ডিডি/টিটিএন
Advertisement