ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিন কর্মকর্তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত ও চার কর্মকর্তাকে বিভিন্ন দপ্তর দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২০ আগস্ট ) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন
পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তা ডিএমপিতে আনা হলো ১২ অতিরিক্ত পুলিশ সুপারকে এবার ডিএমপির ৩২ থানার ওসিকে ঢাকার বাইরে বদলিবদলি হওয়া কর্মকর্তারা হলেন- হাসান মো. শওকত আলীকে লজিস্টিক বিভাগে, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক-দক্ষিণে, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণের সুফিয়ান আহমেদকে ট্রাফিক-উত্তরে পদায়ন করা হয়েছে।
Advertisement
এদিকে মোহাম্মদ জায়েদুল আলম, ট্রাফিক-দক্ষিণের এস এম মেহেদী হাসান ও ট্রাফিক-উত্তরের সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
টিটি/বিএ/এমএস