জাতীয়

আহতদের চিকিৎসায় ৫ কোটি টাকা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় আস-সুন্নাহ ফাউন্ডেশন পাঁচ কোটি টাকা দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আরও পাঁচ কোটি টাকার তহবিল সংগ্রহ চলছে।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগী দেখতে আসেন ধর্ম উপদেষ্টা। এসময় রোগীদের প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। এদের মধ্যে ১০ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ধর্ম উপদেষ্টার সঙ্গে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে আসেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আমরা স্বাস্থ্য কমিটি গঠন করেছি যে কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের কাজ করবে।

Advertisement

তিনি আরও বলেন, আমরা বিত্তবানদের প্রতি আহ্বান জানাই তারা যেন এই মুহূর্তে আহতদের পাশে এসে দাঁড়ান।

কাজী আল-আমিন/বিএ/এমএস